রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

‘মেসিও তো ইংরেজি বলতে পারে না, আমরা না পারলেই দোষ?’

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৬২ বার

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় রয়েছেন যারা ইংরেজি বলতে পারেন না। এমনকি তাদের এই ইংরেজি বলতে না পারা নিয়ে কোনো আফসোসও নেই। এ নিয়ে পাকিস্তানি দুই ক্রিকেটারের ইংরেজি নিয়ে টুইটারে আলোচনা এখন রীতিমত ভাইরাল। পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীর জবাবে দলটির আরেক সিনিয়র ক্রিকেটার শাদাব খান বলেই ফেললেন, ‘মেসিও তো ইংরেজি বলতে পারে না। শুধু আমরা না পারলেই দোষ?’

মূলত পাকিস্তানি পেসার হাসান আলির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন শাদাব খান। পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান আলির ভাষা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ হওয়ায় পাল্টা জবাব দিয়েছেন শাদাব। উদাহরণ হিসেবে, লিওনেল মেসির উদাহরণ টানেন তিনি।

টুইটারে নিজের কয়েকটি ছবি দেন শাদাব। ক্যাপশনে লেখা, ‘মডেল হিসাবে কি আরও উন্নতি করেছি? সতীর্থদের কাছ থেকে শিখছি।’

এই টুইটে মন্তব্য করেন হাসান। ইংরেজি অক্ষরে কিন্তু উর্দু উচ্চারণে তিনি লেখেন, ‘আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে। আল্লাহ, করুন কারও নজর যেন না লাগে।’

হাসানের এই উর্দুতে বলা মন্তব্য নিয়ে শুরু হয় বিদ্রুপ। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত নিজেদের ক্রিকেটারদের শিক্ষিত করা। কারণ, তারা আন্তর্জাতিক স্তরে খেলছেন। তাই তাদের অন্তত ইংরেজিতে কথা বলা উচিত।

এই বিদ্রুপের পর হাসানের হয়ে মুখ খোলেন শাদাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইংরেজি অক্ষরে উর্দু ভাষায় লেখেন, ‘মেসি ইংরেজিতে কথা না বলতে পারাটা ঠিক। বিদেশি ক্রিকেটারেরা অদ্ভুত ইংরেজিতে কথা বললে চলে; কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারব না। আমরা অভিনয় করতে পারি না। নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ