স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটির ৫১ সঙ্গে সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(৪ আগস্ট) সুনামগঞ্জ শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মহানামব্রত চক্রবর্তী লিটন, সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কিরণ রায় (বাপন)।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি সঞ্জয় কুমার দাশ, রাজন তালুকদার, সহ সম্পাদক সুবল সরকার, প্রিয়া চরণ দাস, কোষাধ্যক্ষ বিজয় বনিক (জয়), সহ কোষাধ্যক্ষ হৃদয় রায়, শুভ দাস, সাংগঠনিক সম্পাদক গৌতম পাল, সহ সাংগঠনিক সেন্টু রঞ্জন কর, সজীব দেবনাথ প্রণয়, দপ্তর সম্পাদক লিপ্টু দাস, সহ দপ্তর সম্পাদক নিতু সরকার, প্রচার সম্পাদক কৌশিক দে, সহ প্রচার সম্পাদক পলাশ দেব, সাগর সরকার, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্যামানন্দ পাল সৌরভ, সহ গ্রন্থ প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন লাল দেব, আদিত্য দেবনাথ।
সাংস্কৃতিক সম্পাদক নন্দদুলাল বণিক, সহ সাংস্কৃতিক সম্পাদক পিল্টন সরকার, সমীরণ চক্রবর্তী, কীর্তন বিষয়ক সম্পাদক রজত কান্তি গোস্বামী, রাজিব দে, সুমন দাস, সেবা ও পূজা বিষয়ক সম্পাদক পার্থ ঘোষ অধিকারী, সহ সেবা ও পূজা বিষয়ক সম্পাদক যুবরাজ আচার্য্য রুনু, দ্বীপ গোস্বামী, অনলাইন বিষয়ক সম্পাদক শুভ তরাত, বিজেন দাস, সনজিত পাল, মহিলা সম্পাদিকা মাধুরী তালুকদার, সহ মহিলা সম্পাদিক নিশা চন্দ, মুক্তা দেব, মঞ্জুলা রায়, কার্যনির্বাহী সদস্য পরিতোষ বর্মন, হৃদয় দাস, সৌরভ দাস, প্রান্ত দেবনাথ, তাপস দাস, সৃজনদেব সহ প্রমুখ।