রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার(৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনিসুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল কবির, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম, আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবাব মিয়া, দরগাপাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু খালেদ চৌধুরী রুবেল, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদন মোহন রায়, পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার প্রমুখ৷ এসময় উপজেলার সকল বিদ্যালয়/মাদ্রাসার প্রধানগণ ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থীদের উপহারসামগ্রী প্রদান করা হয়৷ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ২ জন, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২ জন ও আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ১ জন৷
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার মাত্র ৬৩.১৭ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৫টি স্কুলের ১৬৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ১০২৬ জন। ফেল করেছে ৬১৬ জন৷  জিপিএ ৫ পেয়েছে মাত্র ৪ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬টি মাদ্রাসার ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৩ জন। ফেল করেছে ১৩০ জন। এতে পাশের হার ৫০.৫৭ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে ১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ