সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৭৯ বার
স্টাফ রিপোর্টারঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামানে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত,  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ