রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই হল ৭ বসতঘর : নিহত ১, অর্ধকোটি টাকার ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১২৫ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে ৭ বসতঘর৷ এতে আফরোজ মিয়া(৪৫) নামের এক ব্যক্তি বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার(২৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে চিকারকান্দি গ্রামের হাজীবাড়িতে হঠাৎ আগুন লাগে। এরপর সাথে সাথেই চারদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এরই মধ্যে  আগুনে পুড়ে ৭টি ঘর, ৭০০ মন ধান, আসবাবপত্র, নগদ অর্থ , ১ টি গবাদিপশু পুড়ে গিয়ে ছাই হয়ে যায়৷ এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্তরা তারিছ মিয়া, আহাদ মিয়া ও রিপন মিয়া বলেন, আগুনে পুড়ে চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল৷ এখন আমরা নি:স্ব৷ বাঁচার আর কিছু রইলনা। এখন সরকারি সহায়তা না পেলে পথেপথে ঘুরতে হবে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও এরই মধ্যে ৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করে।  সার্বিক নিরাপত্তায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ