স্টাফ রিপোর্টারঃ বাচ্চাদের ক্যারাম খেলা নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহতসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে।
শনিবার (২২ জুলাই) দুপুর ২ টায় এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুরে গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ি এলাকায় ক্যারাম খেলছিল কয়েকজন তরুণ। এসময় খেলা নিয়ে আকলু মিয়ার ছেলে নয়নের সাথে গ্রামের মানিক মিয়ার ভাই শিপু’র বাকবিতন্ডা দেখা দেয়। যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ নিয়ে আকলু মিয়ার স্বজনেরা মানিক মিয়ার লোকদের মারধোর করেন। এতে বিরোধ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের গুরুতর জখমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন, ঠাকুরভোগ গ্রামের পূর্বপাড়া জালিয়া বাড়ির মনির মিয়া(৭০), মনির মিয়ার ছেলে মানিক মিয়া(৪৫), ডালিম মিয়া(৩৭), আব্দুল মনাফের ছেলে আবদাল মিয়া(৬২), মখলিছের ছেলে আবুল মিয়া(৪২), নূর মিয়ার ছেলে টিটু(২৫)। তাৎক্ষণিক মুহুর্তে বাকি আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতদের মধ্যে মনির মিয়া ও তার ছেলে মানিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী।