স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৮ জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীন শরীফির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ডা : আফফিন, ডা: জেরিন, ডা: ফজলে রাব্বী সরকার, ডা: জাকারিয়া, ডা: মুরাদ, ডা: অপু, সিনিয়র স্টাফ নার্স সাব্বির, হৃদয়, স্বপ্না, প্রিয়াঙ্কা, সাদিয়া, লিজা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, আউটসোর্সিংকর্মী হোসাইন আহমদ, জুবায়েল আহমেদ, আজহার ও রনিসহ প্রমুখ৷
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ১৯২ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৯৯২ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫৭ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।