সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

কলকাতা থেকে চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা: নিহত অন্তত ৫০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ। দুর্ঘটনার শিকার একটি ট্রেন শালিমার-চেন্নাই করমান্ডেল এক্সপ্রেস। এটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল।

ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল শালিমার-চেন্নাই করমান্ডেল এক্সপ্রেস। ট্রেনটি বালাশোরে যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে ধাক্কা দেয় যেটি বেঙ্গালোড় থেকে কলকাতা যাচ্ছিল।

বালাশোরের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, যাত্রীবাহী দুটি ট্রেন লাইনচ্যুত এবং একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৫০ জন। শত শত মানুষ এখনো দুর্ঘটনাকবলিত বগিগুলোতে আটকে রয়েছে।

ওড়িশা রাজ্যের ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারঙ্গি জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৪০০ জন আহত হয়েছে।

এদিকে ওড়িশার একজন শীর্ষ কর্মকর্তা প্রদীপ জেনা সাংবাদিকদের বলেছেন, হতাহত রয়েছে। তবে উদ্ধার তৎপরতায় ব্যস্ত থাকায় আমরা এখনো গুনে দেখিনি। এ কারণে নিহতের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

তিনি আরও বলেছেন, তবে যেহেতু মোট তিনটি ট্রেন দুর্ঘটনায় পড়েছে, দুটি যাত্রীবাহী ট্রেন। সে কারণে অনেক হতাহত হবে। আমরা শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি, হতাহত যাতে কম হয়। সারারাত উদ্ধার অভিযান চলবে।

ভারতে প্রতিবছরই এমন বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। সেগুলোর জন্য ‘মানবীয় ভুল’ এবং পুরোনো ‘সিগন্যালিং সিস্টেম’কে দায়ী করা হয়। প্রতিদিন দেশটিতে ১৪ হাজার ট্রেনে ১ কোটি ২০ লাখ যাত্রী যাতায়াত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ