সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

যেন নিজের মাঠেই খেলেছি : লিটন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ২৯১ বার

স্পোর্টস ডেস্ক::
পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরে সিনিয়রদের ওপর ভর করেই এগিয়ে চলছিল বাংলাদেশের ক্রিকেট। ব্যাট হাতে সাকিব-তামিম, মুশফিক কিংবা মাহমুদউল্লাহ ছিলেন পারফরমার। বল হাতেও সেই মাশরাফি, সাকিবরাই ছিলেন অগ্রগামি। টি-টোয়েন্টি সিরিজে এসেও সেই একই চিত্র। তবে ফ্লোরিডার লডারহিলে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জয়ের পর সিরিজ জয়ের যে হাতছানি ছিল, সেটা অর্জনের জন্য প্রয়োজন ছিল টিম পারফরম্যান্স।
অবশেষে সেই টিম পারফরম্যান্সেরই দেখা মিলল এবং সিনিয়রদের বাইরে গিয়ে পারফম্যান্স করলো জুনিয়রদের কেউ। টস জিতে ব্যাট করতে নামার পর লিটন কুমার দাসের ব্যাটেই দুরন্ত সূচনা পায় বাংলাদেশ। ২৪ বলে হাফ সেঞ্চুরি করে লিটন বাংলাদেশ দলের সংগ্রহকে নিয়ে যান ক্যারিবীয়দের ধরা-ছোঁয়ার বাইরে।
সে সঙ্গে ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করেন লিটন কুমার। শেষ পর্যন্ত ৬১ রান করে আউট হন লিটন। ম্যাচ শেষে অসাধারণ ব্যাটিং করার জন্য সেরার পুরস্কারও জোটে লিটন দাসের। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে এমন দুর্দান্ত ব্যাটিং করার রহস্য জানালেন লিটন। তিনি বলেন, ‘মনে হচ্ছিল যেন আমি নিজের মাঠেই খেলছি। আমাদেশের মাঠের মতই মনে হচ্ছিল একে।’
দলের জন্য এই জয়টা অনেক বড় বলেই মনে করেন লিটন দাস। তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের দলের জন্য সেরা একটি জয়। কারণ, ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে দারুণ একটি দল। কারণ, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। একই সঙ্গে এই ম্যাচে এটা ছিল আমার প্রথম ফিফটি। সুতরাং, এই মাঠটা আমার জন্য সৌভাগ্যেরও।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ