রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

ভাইস চেয়ারম্যান যখন ট্রাফিক পুলিশ!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৭১ বার
স্টাফ রিপোর্টার::
বিকেল ৩ টা । নিত্যদিনের মতো কর্মব্যস্ততা শেষে শান্তিগঞ্জের দিকে ফিরছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। পথে সদরপুর বেইলি ব্রীজ এলাকায় যানজটে আটকা পড়েন। দীর্ঘ যানজটের অবস্থা দেখে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবর্তীণ হন। হাত নাড়িয়ে বাস, কার, ট্রাকসহ যানবাহন নিয়ন্ত্রণ রেখে সড়কে  শৃংখলায় ফেরান। দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় যানজটমুক্ত হয়ে যায় সদরপুরএলাকা। হাফ ছেড়ে বাঁচেন যানজটে আটকে থাকা বিভিন্ন পেশা শ্রেনীর মানুষজন।
যানজটে আটকে থাকা যাত্রীরা বলেন, দীর্ঘক্ষণ যানজটে বসেছিলাম। গরমে ঘা পুড়ে যাওয়ার মত অবস্থা। এরপর দেখলাম একজন জনপ্রতিনিধি এসে নিজেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এটা সত্যিই প্রশংসার দাবিদার।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন  বলেন, আসলে যানজট নিরসন কারো একার পক্ষে সম্ভব না। যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি এলাকা স্থায়ীভাবে যানজটমুক্ত রাখতে সবার স্বদিচ্ছার বিকল্প নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ