দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামে কৃষক মোঃ ইব্রাহিম মিয়া’র হীরা-১’ জাতের হাইব্রিড ধানের উপর”মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ এপ্রিল) স্বনামধন্য বীজ কোম্পানী ‘সুপ্রীম সীড’ কোম্পানী লিমিটেডের আয়োজনে চন্ডিপুর এলাকায় অনুষ্ঠিত এই মাঠ দিবসে আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ধীরাজ কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন হবিগঞ্জের জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান।
মাঠ দিবসে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, শাহিন আলম, স্বাগত বক্তব্য ও কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরেন সুপ্রীম সীড কোম্পানি সুনামগঞ্জের রিজিওনাল ম্যানেজার নির্মল চন্দ্র সরকার, সুরভী-১ ধান চাষের লাভজনক দিক নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় কাস্টমার কাওছার আহমদ চৌধুরী। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন।