স্টাফ রিপোর্টার::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র প্রাথমিক শিক্ষা কর্মসূচির আওতায় ৭টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় বিকাল ৩টায়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে শিক্ষার্থী ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে ৩০ জন শিক্ষার্থী পুরষ্কার অর্জন করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন মিন্টু। শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন- পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জফর, বিজের উপ-পরিচালক (শিক্ষা প্রোগ্রাম) শাহী মাছুমা আক্তার, বিজের প্রোগ্রাম অফিসার (শান্তিগঞ্জ শাখা) নীলু কান্ত পাল, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আতাউর রহমান, মাহমুদপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝরণা বেগম, ইনাতনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেলী রানী তালুকদার, সমাজকর্মী আবুল হোসেন, শহিদুল ইসলাম, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য তুয়েল মিয়া, সমাজকর্মী মামুনুর রশিদ মামুন, সহরুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- চুরখাই প্রসন্ন কুমার দে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কান্তি দে, সহকারি শিক্ষক কল্পনা সূত্রধর, সুষমা সূত্রধর, ইনাতনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেলী রানী পাল, মিন্টু সূত্রধর, চন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতি সূত্রধর, সহকারি শিক্ষক মমতাজ বেগম, সালাতুন নেছা, মাহমুদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখা সূত্রধর, রুনি সূত্রধর, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়ামত উল্লাহ কয়েছ, তাছলিমা বেগম, ধলমৈশা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম, সহকারী শিক্ষক আবু সুফিয়ান ও সুখী রানী দাস প্রমুখ।