স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শ্যামনগর ও পুরান কান্দিগাঁও এলাকায় রাতের আঁধারে জোরপূর্বক পঞ্চায়েতী কবরস্থানের মাটি কেটে ফসল রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ১ ফেব্রুয়ারি একই এলাকার রশিদ উল্লাহর ছেলে তারিফ উল্লা ও আরজ আলীর বিরুদ্ধে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও এলাকার বাসিন্দা ইমরানসহ দুই গ্রামের আরও ১০ জন বাদী হয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এমন অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের পশ্চিমে চালিয়ারনির হাওর সংলগ্ন কান্দিগাঁও মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ২১৯৯ দাগে ৬ একর ১০ শতক জায়গায় দুই গ্রামবাসীর কবরস্থান। বারবার নিষেধ করার পরেও রাতের আঁধারে কাউকে না জানিয়ে কবরস্থানের জায়গা থেকে খাই হাওরের ৪২ নম্বর পিআইসি কমিটির কাছে মাটি বিক্রি করেন ওই এলাকার তারিফ উল্লাহ ও আরজ আলী। গ্রামবাসীর বাধা উপেক্ষা করে পিআইসি কমিটি লোকজন এক্সকেভেটর ও ড্রাম ট্রাক দিয়ে গভীর গর্ত করে প্রায় ৬০ শতক জায়গা মাটি কেটে বাঁধে নিয়ে যান।
সরেজমিন ঘটনাস্থলে গেলে এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ইউপি সদস্য এমরান হোসেনসহ আরও অনেকে বলেন এই কবরস্থানে শ্যামনগর, কান্দিগাঁও সহ আশপাশের লোকজন মারা গেলে কবর দেওয়া হয়। তাই এই কবরস্থানের মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা৷
এদিকে কবরস্থানের মাটি কেটে বাঁধ নির্মাণের অভিযোগ পেয়ে ভূমি অফিস থেকে দায়িত্ব পেয়ে উপরোক্ত বিষয়ের সরেজমিন তদন্ত করেন পশ্চিম বীরগাঁও ও পাথারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার মিহির দাস৷ তিনি ঘটনার সত্যতা পেয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভূমি অফিসে তদন্ত রিপোর্ট পাঠিয়েছেন বলেও স্বীকার করেন।
মুঠোফোনে কথা হলে অভিযুক্ত কান্দিগাঁও গ্রামের তারিফ উল্লাহ বলেন আমি গ্রামবাসীকে সাথে নিয়ে বেরিবাঁধে মাটি দিয়েছি। এখানে আমার কোন দোষ নেই। ৪২ নং পিআইসির সভাপতি মিজানুর রহমান বলেন, তারিফ উল্লা নিজের জায়গার মাটি বলে আমাদেরকে কেটে নেওয়ার জন্য বলেছেন। এগুলো কবরস্থানের মাটি আমরা জানতাম না৷
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার বলেন, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের তহসিলদারকে পাঠিয়ে সরেজমিনে তদন্ত করিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান জানান বলেন, বিষয়টি তদন্তনাধীন। এসিল্যান্ডকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছি। অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে৷