সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বিকল্প আয় সৃষ্টির লক্ষে হতদরিদ্রদের মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ বার

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিকল্প আয় সৃষ্টির লক্ষে এনজিও সংস্থা বিএনএফ ও পদ্মার উদ্যােগে হতদরিদ্র ১২টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বকনা বাছুর বিতরণে এসময় উপস্থিত ছিলেন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, সমাজসেবক আশিকুল ইসলাম, হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজমিন আক্তার, বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান ও সমন্বয়কারী রহুল আমিন প্রমুখ।

এনজিও সংস্থার প্রতিনিধিরা জানান, হতদরিদ্র পরিবারের মানুষের পক্ষে পরিবারের ভরণপোষণ চালানোই কষ্টসাধ্য ব্যাপার। তাদের বিকল্প আয়ের কোন মাধ্যম থাকেনা। তাই আমরা তাদের বিকল্প আয়ের জন্য বিনামূল্যে বকনা বাছুর দিয়েছি। এটি লালনপালন করে তারা বাড়তি আয় করতে পারবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ