বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

শনিবার থেকে বাস চলবে, আশা নৌমন্ত্রীর

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৪১৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
শুক্রবার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি শনিবার থাকলে সকাল থেকেই বাস চলবে বলে আশা প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, এটা কোনো ধর্মঘট নয়। নিরাপত্তার অভাবে মালিক-শ্রমিকরা দিনের বেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন।
তিনি বলেন, আজকে যে পরিস্থিতি দেখলাম, কাল যদি সেই পরিস্থিতি থাকে তাহলে আশা করি কাল থেকে মালিক শ্রমিকরা গাড়ি চালাবেন।
নৌমন্ত্রী বলেন, আমাকে বিভিন্ন মালিক এবং শ্রমিক কমিটির নেতারা যেটা জানিয়েছে, আজ রাতের গাড়িগুলো তারা চালাবে এবং কাল পরিস্থিতি অনুকূলে থাকলে পরিস্থিতি বুঝে গাড়ি চলবে।

বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিবের আত্মার মাগফিরাত কামনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন নৌমন্ত্রী। সেখানে শাজাহান খান জানান, তার ভাই ও শুভাকাঙ্ক্ষীরা মিলে নিহত দুজনের পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। এছাড়া নৌপরিবহনমন্ত্রীর বাবার নামে গড়া প্রতিষ্ঠান আসমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন থেকে দিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট ভাই ও রাজিবের ছোট ভাইকে থেকে প্রতি মাসে একটা আর্থিক বৃত্তি দেয়া হবেও বলে ঘোষণা দেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ