রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

শাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডুংরিয়ার সাদাফ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ বার
স্টাফ রিপোর্টার::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে (২০১৬-১৭ সেশন) কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন শান্তিগঞ্জের আব্দুল বাছিত সাদাফ সহ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২৬টি বিভাগের ২৭ শিক্ষার্থী।
আব্দুল বাছিত সাদাফ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে৷ সাদাফের অ্যাওয়ার্ড প্রাপ্তিতে খুশি তার এলাকার মানুষসহ শিক্ষকবৃন্দ।
সাদাফের বাবা নজরুল ইসলাম বলেন, আমার ছেলের এ অর্জনে  মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। শাবি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে সাদাফের জন্য সবার দোয়া কামনা করছি।
গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
ডিনস অ্যাওয়ার্ড পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এসময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। এর আগে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও ১০ হাজার টাকা দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ