সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার

স্টাফ রিপোর্টার::

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও
বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা তারা।

রবিবার(১ জানুয়ারি) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তানজিনা রুজির সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারেক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, মোছাঃ উম্মে কুলসুম, রিংটু কুমার দাস, মোছাঃ রাবেয়া আক্তার মিয়া পান্না রানী মৈত্র প্রমুখ।

শুধু সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয় বছরের প্রথম দিন উপলক্ষে উপজেলার প্রত্যেকটি স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়। এ যেন এক আনন্দ উৎসবের দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ