স্টাফ রিপোর্টারঃঃ
জমকালো আয়োজনের মধ্যদিয়ে শান্তিগঞ্জে প্রাথমিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার(১ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবু নঈম শেখ, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে সাফল্য অর্জনের জন্য সেরা দশটি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।