রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

এক বিশ্বকাপে স্কোয়াডের ২৬ খেলোয়াড় খেলিয়ে ইতিহাস ব্রাজিলের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ বার

স্পোর্টস ডেস্কঃ শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল এবারের বিশ্বকাপের শুরুটা করেছিল ফেবারিটের মতোই। প্রথম দুই ম্যাচ জিতে সহজেই নকআউটে পা রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যেহেতু শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল। ব্রাজিল কোচ তিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় ধরনের ঝুঁকি নেন। একসঙ্গে মূল একাদশের ৯ জন ফুটবলারকে বদলে ফেলেন তিনি।

 

যে ম্যাচটিতে ব্রাজিল একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। বরং ইনজুরি টাইমে অপ্রত্যাশিত এক গোল হজম করে ক্যামেরুনের কাছে হারতে হয় সেলেসাওদের। ব্রাজিলের বিপক্ষে আফ্রিকান কোনো দেশের বিশ্বকাপ ম্যাচে এটিই ছিল প্রথম জয়।

গ্রুপপর্বের শেষ ম্যাচটি ব্রাজিলের জন্য আদতে গুরুত্বহীন হলেও ক্যামেরুনের কাছে হার তাদের আত্মবিশ্বাস নাড়িয়ে দিতে পারে, এমনটা ভেবেছিলেন অনেকে। তবে বাস্তবে দেখা গেলো উল্টো চিত্র।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বরং হিংস্র বাঘ হয়ে উঠলো ব্রাজিল। সেরা তারকা নেইমারকে দলে ফিরে পেয়ে ৩৬ মিনিটেই কোরিয়ার জালে ৪ গোল জড়ায় সেলেসাও বাহিনী।

সবমিলিয়ে ব্রাজিলের নামের পাশে জুড়িয়ে গেছে নতুন এক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো দল এর আগে এক আসরে ২৬ খেলোয়াড়কেই মাঠে নামানোর সাহস করেনি। ব্রাজিল সেই রেকর্ড গড়েছে এবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ