রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

ইমরান খানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ কপিল-গাভাস্কারকে

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ২৫১ বার

স্পোর্টস ডেস্ক::
ক্রিকেট মাঠে তারা ছিলেন প্রতিপক্ষ। কপিল দেব ছিলেন ইমরান খানের কাউন্টারপার্ট। সুনিল গাভাস্কারের বিপক্ষে অনেক বল করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্রিকেট ছাড়ার পর ইমরান হয়েছেন রাজনীতিবীদ। কপিল-গাভাস্কাররা হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ। সময়ের পরিক্রমায় আজ পাকিস্তানের প্রধানমরন্ত্রীর শপথ নেয়ার পথে ইমরান খান। অথচ, কপিল-গাভাস্কাররা রয়ে গেছেন সেই ‘বিশেষজ্ঞ’ তালিকাতেই। ইমরান খান এখন শুধু কপিল-গাভাস্কারদের কাউন্টারপার্ট নন, পুরো ভারতেরই কাউন্টারপার্ট। তবুও, ক্রিকেটীয় সময়ে প্রতিপক্ষ হলেও ‘বন্ধু’দের ভুলতে পারেননি ইমরান খান। যে কারণে ইমরানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কপিল দেব, সুনিল গাভাস্কার, নভোজিৎ সিং সিধুদের।

১১ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ নিতে পারেন। এই অনুষ্ঠানে বিদেশী মেহমান হিসেবে কাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এ বিষয়ে জানতে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতারা সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচীব তেহমিনা জানজুয়ার সঙ্গে। সেখানেই উঠে আসে বিদেশি ক্রিকেটার হিসেবে ভারতীয় এই তিন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডন জানিয়েছে এ খবর।
গত সপ্তাহে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। সুতরাং, ইমরান খানের দলই জোট গঠন করে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছেন। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যেই ইমরান খান প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
ধারণা করা হচ্ছে, কিংবদন্তী তিন ক্রিকেটারকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষার কুটনৈতিক উদ্যোগ শুরু করেছেন ইমরান। নিশ্চিত হওয়া গেছে, নভোজিৎ সিং সিধু শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ইমরান খান নির্বাচিত হওয়ার পরপরই টুইটারের মাধ্যমে তাকে অভিনন্দন জানান কপিল দেব। তিনি আশা প্রকাশ করেন, ‘অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকে যেভাবে পরিচালনা করেছেন ইমরান, পাকিস্তানকেও সেভাবে পরিচালনা করবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ