মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে কর্মী সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৪৯ বার

স্টাফ রিপোর্টার::

দীর্ঘদিন পর শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে জেলা আওয়ামীলীগ। আগামী মঙ্গলবার(১৫ নভেম্বর) দীর্ঘ প্রতিক্ষার এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে৷ সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১২ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ,জেলা আওয়ামী লীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু,রেজাউল আলম নিক্কু,হাজী আবুল কালাম।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী,পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আবদুল কাইয়ূম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান,দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজ, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান, বীরগাও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, সমুজ আলী,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা,আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদ, রোটারিয়ান নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানর্জিউপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের সহ সভাপতি জুবেল আহমেদ, রাজা মিয়া,সাবেক যুবলীগ নেতা জুসেন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, তাতীলীগের সভাপতি গোলাম মোস্তফা,প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মঈনুল, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী সাধারণ নুর আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সাবেক সহ সভাপতি আল মাহমুদ সুহেল,হাবিবুর রহমান হাবিব, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা হিমেল খান রুকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ, সমিরণ দাস সুবির, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ