মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ আ.লীগের সম্মেলন ১৫ নভেম্বর, হাসনাত হোসেনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার

ছায়াদ হোসেন সবুজ::

সুনামগঞ্জ জেলার একটা গুরুত্বপূর্ণ উপজেলা শান্তিগঞ্জ। বিশেষ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির নিজ আসন হওয়ার এর কদর একটু বেশি। পুরো জেলার মানুষই এই উপজেলার রাজনীতি, উন্নতির দিকে চেয়ে থাকেন৷ বহু বছর পেরিয়ে গেলেও কমিটি হয়নি উপজেলা আ.লীগের। তবে আওয়ামী লীগের কমিটিতে পরিবর্তনের আভাস শোনা যাচ্ছে। উপজেলা জুড়ে চলছে আলোচনা। শান্তিগঞ্জ আওয়ামী লীগে নেতৃত্ব দিতে কে কে আসছেন- তাই নিয়ে দিনভর চলে জল্পনা-কল্পনরা।

বেশকিছুদিন যাবৎ উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কমিটি নিয়ে তুলকালাম চালিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা গুরুত্বপূর্ণ এই উপজেলায় আ.লীগের কমিটি দিতে দারস্থ হয়েছেন পরিকল্পনামন্ত্রীর। নিজেদের প্রার্থীতা জানান দিতে ছুটছেন ঢাকায়৷ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। এই আলোচনার মধ্যেই শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ ধায্য করেছে জেলা আওয়ামীলীগ। আগামি ১৫ নভেম্বর মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে চাচ্ছেন নেতাকর্মীরা। ইতিমধ্যেই তাকে সাধারণ সম্পাদক চেয়ে ফেসবুক সরগরম। হাজার হাজার স্ট্যাটাস দেয়ার পাশাপাশি উপজেলাজুড়ে পেস্টুন, ব্যানার ও বিলবোর্ড দিয়ে সমর্থন জানাচ্ছেন সমর্থকেরা।

এর আগে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃনমুলের ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ বিশাল বহর নিয়ে পরিকল্পনামন্ত্রীর ঢাকার বাসভবনে গিয়ে সবাই সমর্থন দিয়ে একবাক্যে হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক করার দাবী জানিয়েছেন এবং অতি শীঘ্রই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানান।

পাশাপাশি হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক কর‍তে মিটিং মিছিল করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, দীর্ঘদিন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নেতাকর্মীদের মধ্যে অসন্তুষ দেখা দিয়েছে। এই মুহুর্ত আ.লীগের হাল ধরেছেন হাসনাত হোসেন। মন্ত্রীর নির্দেশে প্রতিটি এলাকায় মানুষের কল্যাণে বিচরণ করছেন তিনি। নেতাকর্মীদের সুখে দুঃখে রয়েছেন পাশে। যেকোন অনুষ্ঠানে হাসনাত হোসেনের উপস্থিতি সর্বাঙ্গে। তাই এমন যোগ্য নেতৃত্বকেই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চান সর্বস্তরের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডিতে হাসনাত হোসেনের বিভিন্ন গুনাবলী তুলে ধরেছেন। তারা দাবী করেছেন সবার পরিচিত মুখ, সজ্জন ব্যক্তির হাতেই তুলে দেওয়া হোক উপজেলা আ.লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির একাধিক নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায় প্রাণচাঞ্চল্য নেই নেতাকর্মীদের মাঝে। যেকোন প্রয়োজনে আমরা হাসনাত ভাইকে পাশে চাই। আমরা এই তরুণ নেতৃত্বকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে চাই।

তৃণমূল পর্যায়ের অনেকের সাথে কথা হলে তারা জানান, দ্রুত আমাদের কমিটি করে দেয়া হোক। পরিকল্পনামন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব চাই আমরা। সবসময় আমরা যাকে কাছে পাই তাকেই উপজেলা আ.লীগের দায়িত্ব দেয়া হোক।

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাসনাত হোসেনকেই সাধারণ সম্পাদক হিসেবে চাই। উনি সভাপতি হলে দলীয় কার্যক্রম বৃদ্ধি পাবে। উপজেলায় আ.লীগের অবস্থান শক্ত হবে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান বারী সুজন বলেন, আমরা উপজেলার নবীন প্রবিনদের সমন্বয়ে আওয়ামীলীগের একটি সুন্দর কমিটি দেখতে চাই। বিশেষ করে ইতিমধ্যেই সকল মানুষের মন জয় করা মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে চাই। এমন নেতৃত্ব আসলে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে শান্তিগঞ্জ উপজেলা আ.লীগ।

মুঠোফোনে কথা হলে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন বলেন, শান্তিগঞ্জ মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি মহোদয়ের জন্মস্থান। মন্ত্রী মহোদয়ের রাজনীতিতে আগমনে এ এলাকা এখন রাজনীতির উর্বর ভূমি। মাননীয় মন্ত্রী মহোদয়কে কেন্দ্র করেই রাজনীতি আবর্তিত এবং নেতা কর্মীরা উজ্জীবিত। যারা আমাকে সমর্থন করে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তাদের প্রতি আমার সম্মান ও ভালোবাসা। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে দিয়েই একটি উপযুক্ত কমিটি গঠন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ