স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলা উদীচীর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ও সমাজকর্মী জয়ন্ত কুমার সরকারের স্মরণ শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ নভেম্বর) বিকেলে দিরাই শিল্পকলা একাডেমিতে জয়ন্ত কুমার সরকার স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় পরিষদের সভাপতি রণধীর চক্রবর্তী র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউল শাহ আবদুল করিম পরিষদের কেন্দ্রীয় সভাপতি করিমপুত্র শাহ নুর জালাল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহ, জয়ন্ত কুমার সরকারের পিতা জোতিষ চন্দ্র সরকার, চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস, দিরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুদ্বীপ্ত দাস, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক প্রসান্ত সাগর দাস, প্রতাব বান্ধা পরিষদের সভাপতি জয়ন্ত কুমার পল্টন, শান্তিগঞ্জ উদীচীর সভাপতি শ্যামল দেব, শিক্ষক নিরেশ চন্দ্র রায়,প্রভাষক মিজানুর রহমান পারভেজ, প্রভাষক জিএম আরিফুজ্জামান, জয়ন্ত কুমার সরকার স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্লাবন দাস পিংকু, সাংস্কৃতিক সম্পাদক অরন্য কিরণ বর্মন।
এসময় জয়ন্ত কুমার সরকারের সহধর্মিণী অপি রানী সরকার, জয়ন্ত কুমার সরকারের ছোট ভাই জুষেন চন্দ্র সরকার, উক্ত পরিষদের সহসভাপতি সজীব তালুকদার,সহ সভাপতি শ্যামল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক দিপু তালুকদার,সহ সাধারণ সম্পাদক অনন্ত সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক অনুপম দাস,দপ্তর সম্পাদক ঝুটন সূত্রধর, সহ প্রচার সম্পাদক জন সরকার, সহ সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম মিলাদ, সদস্য কিপেশ বিশ্বাসসহ সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
শোক সভার পর জয়ন্ত কুমার সরকারের আত্মার শান্তি কামনা করে এতিম খানায় এতিমদের মাঝে খাবার বিতরন করেন।