দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ জেলা পরিষদ নির্বাচনে নিজের অবস্থানের ব্যাখ্যা করতে গিয়ে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে আমাদের দলের প্রার্থী খুবই সম্মানজনক ভোট পেয়েছেন। নির্বাচনের আগে যেমন জনমত শুনেছি, ভোটের পরের হিসাব দেখে আমি খুবই আনন্দিত। আমাদের দলের ভীত সুনামগঞ্জে কত শক্তিশালী, সেটি এই নির্বাচনে প্রমাণ হয়েছে। দুবাই থেকে ফোনে এই প্রতিবেদককে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অপেক্ষাকৃত কম পরিচিত প্রার্থী মনোনীত করার পরও আমরা জয়ের একেবারে কাছাকাছি ছিলাম। আমরা সকলে মিলে আইন মান্য করে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির রুমেনকে ভোট দেবার কথা বলেছি। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বেশি পরিশ্রম করেছেন, এজন্য ছাতক-দোয়ারাবাজারে আমাদের প্রার্থী বেশি ভোট পেয়েছেন। আমি দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় এবং দেশের বাইরে চলে আসায় সেভাবে করা সম্ভব হয় নি। আমার নিজের উপজেলা শান্তিগঞ্জে দুই প্রার্থী প্রায় সমান সমান ভোট পেয়েছেন। আমাদের প্রার্থীর পৈত্রিক বাসস্থান জগন্নাথপুরে তিনি সামান্য ভোট পেয়েছেন। এটি আমাকে হতবাক করেছে।
সুত্রঃ সুনামগঞ্জের খবর