স্টাফ রিপোর্টার::
তরুণ বা যুব সমাজকে কোনো রাষ্টের উন্নয়নের কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। তরুণদের সমাগমের স্থান হচ্ছে রেষ্টুরেন্ডগুলোতে। আর সেখানেই সিগারেট কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ধূমপানের স্থান তৈরি করে দিচ্ছে। তরুণদের ধূমপান উদ্বুদ্ধ করার এটি একটি বড় কৌশল। সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিহত করা খুবই প্রয়োজন। এরই ধারাবাহিকতায় যুব সমাজকে সচেতনতার লক্ষে রেস্টুরেন্ট, টিস্টল ও খাবার স্থানে ধূমপানের বিধান বাতিলের দাবিতে শান্তিগঞ্জে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৭ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার বীরগাঁও পয়েন্টে পল্লী উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পদ্মা’র উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি মেম্বার শাহাদাৎ হোসেন পাশা, বিশিষ্ট ব্যবসায়ি নাহিদ হাসান, সিলেট এমসি কলেজের দুই শিক্ষার্থী মোসাদ্দিক হোসাইন সাকিব ও তুহিন আহমদ হৃদয়, বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ রায়েজ নূর, হোটেল মালিক সাহিদুল ইসলাম, তামিম ও সিয়াম প্রমুখ।