রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৩১৯ বার

স্পোর্টস ডেস্ক::
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কমে যায়। ১১ ওভারের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯১ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমেও একটা সময় কিছুটা বিপদে ছিল ক্যারিবীয়রা। তবে সেই বিপদ কাটিয়ে দলকে ঠিকই জয় এনে দিয়েছেন মারলন স্যামুয়েলস আর আন্দ্রে রাসেল। তাদের ঝড়ো দুই ইনিংসে ভর করে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

শুরুতে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৪৪ রানের। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর লক্ষ্য বদলে যায় ওয়েস্ট ইন্ডিজের। নতুন লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খেয়েছিল ক্যারিবীয়রা। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। এভিন লুইস (২) আর আন্দ্রে ফ্লেচারকে (৭) সাজঘরে ফিরিয়ে দেন কাটার মাস্টার।
তবে উইকেট হারিয়েও দমে যায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ রান করা মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে অবশ্য একটু আশার সঞ্চার করেছিলেন রুবেল হোসেন। তবে আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ রক্ষা হয়নি টাইগারদের। ২১ বলে হার না মানা ৩৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলে বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ