সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সহজ জয়

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার

স্পোর্টস ডেস্কঃ বেগুনি রংয়ের নতুন বিশ্বকাপ জার্সি গায়ে চড়িয়ে দারুণ এক জয় তুলে নিলো আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি করলেন জোড়া গোল। পাত্তাই পেলো না হন্ডুরাস। টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলো আলবিসেলেস্তেরা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির দল, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২ শট নিলেও একটিতেও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হন্ডুরাস।

ম্যাচের শুরু থেকেই স্বপ্রতিভ ছিলেন মেসি। ১৬ মিনিটে তার পাস থেকেই বল পান পাপু গোমেজ। তিনি সেটা লাউতারো মার্টিনেজকে দিলে গোল তুলে নিতে ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার।

৩৯ মিনিটে মেসিকে শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হন্ডুরাসের ডেয়াবি ফ্লোরেস। ওই ফাউলকে কেন্দ্র করে আর্জেন্টাইন সতীর্থরা হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি শান্ত হলে মাঠে রয়ে যান মেসি।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার ফাউলের শিকার হয় আর্জেন্টিনা। এবার হন্ডুরাসের মার্সেলো সান্তোস বিপজ্জনক জায়গায় ফেলে দেন জিওভানি লো সেলসোকে। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল মেসির ৮৮তম গোল।

৮৪ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন পিএসজি সুপারস্টার। কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। নিউ জার্সিতে মঙ্গলবার সেই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জ্যামাইকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ