স্টাফ রিপোর্টার:
দৈনিক ভোরের কাগজ’র দিরাই উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার সরকার আর নেই। রবিবার(১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি পরলোকগরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, মা-বাবা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, রবিবার সকালে তিনি দিরাই উপজেলা রোড এলাকায় তার কম্পিউটারের দোকানে যান। সকাল ৯টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তিনি দোকান থেকে তার বাড়িতে যান। এরপর তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
জয়ন্ত কুমার সরকারের বাড়ি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আলীপুর গ্রামে। বর্তমানে তিনি দিরাই পৌর শহরের উপজেলা রোড এলাকার আনোয়ারপুরে পরিবার নিয়ে থাকতেন। তার পিতার নাম জ্যোতিষ চন্দ্র সরকার এবং মাতার নাম মঞ্জু রানী সরকার।
জয়ন্ত কুমার সরকার সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক রাধারমন পরিষদ ও আন্তর্জাতিক রাধারমন ধামাইল সংঘ দিরাই শাখার সাধারণ সম্পাদক ছিলেন। দিরাই উদীচীর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।