স্টাফ রিপোর্টোর: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রশিক্ষণ ডেমোনেস্ট্রেটর এসএএও শান্তনা আক্তার, জাহিদ হাসান শুভসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীবৃন্দ প্রমুখ।