দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৩৩ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এর আগে বিকেল ৩টা ৫৭ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
অন্যদিকে, গত শুক্রবার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘ম্যাডামের অবস্থা ভালো। অল হার প্যারামিটারস ভালো। আমি তার চিকিৎসকের সঙ্গে কথা বলেছি— তিনি বলেছেন উনি (খালেদা জিয়া) অত্যন্ত ভালো আছেন। কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। উনি হাসপাতাল থেকে যেমনি এসেছিলেন, সেরকমই আছেন।
‘এমনিতেই তো উনি অসুস্থ। অসুস্থতার মধ্যে সুস্থ আছে। এমন কোনো ব্যাপার নেই যে, এখনই তাকে হাসপাতালে যেতে হবে।’
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।