বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

দোয়ারাবাজারে ৩দিনব্যাপী কৃষি ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৩১৮ বার

এম এ মোতালিব ভুঁইয়া :: দোয়ারাবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দোয়ারাবাজারে ৩ দিনব্যাপী কৃষি ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় উদ্ভোধন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও কৃষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহবার হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক হোসেন খান বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্ল্যাহ,আব্দুল হালিম বীরপ্রতীক, সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ ন ম বদরুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি মো:শহিদুল্লাহ, উপ সহকারী কৃষি অফিসার বিজয় চন্দ্র দেব, আব্দুল মান্নান, আনম বদরুল আলম, বাবুল চন্দ্র রায়, আলী আজগর প্রমুখ। অনুষ্টানে উপস্থিত সকল ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে ১টি করে পেয়ারা চারা বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ