স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কর্ম ও জীবন নিয়ে আলোচনা সভা, দুস্থ-অসহায়, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার(৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, তথ্যসেবা কর্মকর্তা শাপলা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, ইসলামিক ফাউণ্ডেশনের এমসি মিজানুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।
আলোচনা সভার পর দুস্থ-অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।