বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

সিলেটে বাড়ছে করোনায় মৃত্যু, প্রাণ গেলো আরেকজনের

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৩১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সিলেটে প্রাণঘাতি ভাইরাস করোনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি মাসেই একদিনে ২ জুনের মৃত্যুসহ মারা গেছেন ৫ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক বৃদ্ধ (৯১) মারা গেছেন।

তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা ছিলেন। শনিবার বিকালে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

 

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান সিলেটভিউ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে ১২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে সিলেট জেলার ১০ ও মৌলভীবাজারের ২ জন।

এই ১২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৬৭ হাজার ২১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৫৪১ জন।

 

আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছে ১ হাজার ২৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২২, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ