রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

পুতিনের নতুন সতর্কতা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৮৪ বার

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কতা দিয়ে বলেছেন, যদি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অব্যহত নিষেধাজ্ঞা দিতে থাকে তাহলে জ্বালানি বাজারে এর মারাত্বক বিরূপ প্রভাব পড়বে। ইউরোপিয়ানদের উচ্চমূল্যে জ্বালানি ব্যবহার করতে হবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি আলোচনায় এমন সতর্কতা দিয়েছে রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেছেন, হ্যাঁ, আমরা জানি যে ইউরোপিয়ানরা রাশিয়ার জ্বালানির বিকল্প পাওয়ার চেষ্টা করছে। যদিও আমরা মনে করি, এরকম কিছু স্টক মার্কেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করবে এবং গ্রাহকদের বাড়তি খরচ করতে হবে।

তিনি আরও বলেন, এসব কিছু আবারও দেখিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যারা দেয় সেসব দেশের উপরই নিষেধাজ্ঞার প্রভাব বেশি পড়ে। আরও নিষেধাজ্ঞা দেওয়া হলে, খুব সম্ভবত আরও কঠিন, কোনো সন্দেহ ছাড়া, বিশ্বের জ্বালানি বাজারের ওপর বিপর্যয়কর প্রভাব পড়বে।

এদিকে গত বছর পুরো ইউরোপের চাহিদার মোট ৪০ ভাগ গ্যাস রপ্তানি করেছে রাশিয়া।

কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার জ্বালানি ব্যবহার কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমা দেশগুলো।

সূত্র: দ্য গার্ডিয়ান

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ