একতা ছাত্রসংঘ, শান্তিগঞ্জ এর উদ্যোগে ধারাবাহিক ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ জুলাই) দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের বন্যা কবলিত ভৈষবেড়,দেওয়াননগর “হামিদুল হক, উচ্চবিদ্যালয়ে”। বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আর্থিক সহযোগিতায় একতা ছাত্রসংঘের পাশে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের সাধারণ ছাত্রীবৃন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভালোবাসার উপহার পেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছসিত। তাঁরা ভবিষ্যতে ভালো করে পড়ালেখা করে মানুষের মত মানুষ হয়ে উন্নত ও সমৃদ্ধ অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনার প্রগতিশীল বাংলাদেশ বিনির্মানে আত্মনিয়োগ করবে বলে জানায়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিম উদ্দিন সহ সহকারী শিক্ষকবৃন্দ। একতা ছাত্রসংঘ শান্তিগঞ্জ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ফয়ছল আহমদ, সদস্য সায়েক আহমদ, সদস্য রাজু আহমেদ, সদস্য আব্দুল বাছিত লিমন উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের প্রভাষক জাফর আলী।
সার্বিক তত্ত্বাবধানে সুদূর আমেরিকা থেকে সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদুল হাসান ( অধ্যাপক, সিকৃবি), রাসেন্দ্র তালুকদার ( অধ্যাপক, সিকৃবি), সুমন মজুমদার।
সিলেট থেকে সহযোগিতা করেছেন প্রতিষ্ঠাকালীন সদস্য আতিকুর রহমান।
প্রতিষ্ঠাকালীন সদস্য লিটন চক্রবর্তী, সুলেমান কবির সার্বিক সহযোগিতায় ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি