সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে ত্রাণ ও সবজি বীজ বিতরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক 

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২০০ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষাণীদের মধ্যে ত্রাণসামগ্রী ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ জুলাই) উপজেলার ডাবর পয়েন্টস্থ প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩’শত কৃষক-কৃষাণীর মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ ও সবজি বীজ বিতরণ করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজীর আলম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন খান, উপ-পরিচালক ড.কাজী মজিবুর রহমান, সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান আতিক, উপসহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নূরসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ