সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনা জামানতে ঋণ প্রদানের দাবি জাসদের

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৫০ বার

স্টাফ রিপোর্টার::

বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনা জামানতে ঋণ প্রদান ও সুনামগঞ্জ সহ সকল বন্যা প্লাবিত অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা করার দাবী জানিয়েছে বাংলাদেশ জাসদ। ২৮ জুন মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যায় বিধ্বস্ত সুনামগঞ্জে ত্রান সহায়তা বিতরণ পূর্ব পথসভায় দলটির সাধারণ সম্পাদক নব্বইয়ের স্বৈরচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি নাজমুল হক প্রধান এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আনিছুজ্জামান আনিছ, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবীর, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মানবেন্দ্র তালুকদার পিনু, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খান, তোহা মির্জা, জেলা যুব জোটের সভাপতি মখলিছ আলী, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ বর্মণ প্রমুখ।
নাজমুল হক প্রধান আরো বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ পূনর্গঠনে বঙ্গবন্ধু সরকার বিনা জানামতে শুধু মাত্র টিপসই রেখে ঋন প্রদান করেন যা কৃষকদের পূনর্বাসনে ব্যাপক অবদান রাখে। বর্তমানে সুনামগঞ্জ জেলাও প্রলয়ংকারী বন্যায় বিধ্বস্ত। জনগণকে পূনর্বাসন করতে বিনা জামানতে নুন্যতম ৫০ হাজার টাকা ঋণ প্রদান এবং সুনামগঞ্জ সহ সকল বন্যা প্লাবিত অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ