সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

ত্রাণ নয় শান্তিগঞ্জে মোবাইল চার্জের জন্যই দীর্ঘ লাইন!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৩ বার

স্টাফ রিপোর্টারঃ পুরো শান্তিগঞ্জ উপজেলা পরিষদ জুড়ে মানুষের লাইন। কেউ হাঁটছেন, কেউ বসে অপেক্ষা করছেন। এমন দৃশ্য দেখলে যে কারো মনে হতেই পারে বন্যা পরিস্থিতিতে হয়ত মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করছেন। তবে না, এই দৃশ্য ত্রাণের জন্য না। এই দৃশ্য মোবাইল চার্জের জন্য। বন্যায় সবকিছু প্লাবিত হওয়ায় বিদ্যুৎহীন শান্তিগঞ্জ৷

শুধুমাত্র উপজেলা পরিষদ, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংযোগ আছে। প্রশাসনের পক্ষ থেকেও জরুরী অবস্থা বিবেচনায় চার্জের জন্য সবকিছু উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এমন খবরে মোবাইল চার্জের জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। তাদের অপেক্ষার প্রহর যেন কাটে না। সকাল থেকে সন্ধ্যাপর্যন্ত এই অপেক্ষা চলতেই থাকে।

মোবাইল চার্জের জন্য দীর্ঘ লাইন। একজনের পর আরেকজন। যেন মোবাইল চার্জ দেয়া মানুষের সংখ্যা শেষ হতেই চায় না।

সকাল থেকে শুরু করে বেশ রাত অবধিও চলে এই মোবাইল চার্জ মিশন৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ