স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে দিশেহারা মানুষ। সবখানেই এখন বানভাসীদের হাহাকার। বন্যার আগ্রাসনে গত তিনদিন যাবৎ শান্তিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে হারিকেন-মোমবাতির আলোতেই ভরসা বন্যার্ত মানুষের। কিন্তু এর মধ্যে বিভিন্ন এলাকায়, হারিকেন, কেরোসিন ও মোমবাতির সংকট সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় পেলেও বেশ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা৷
বন্যার পানিতে ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় অনেক দোকানপাট বন্ধ থাকায় সংকট আরও বেড়েছে। বন্যাকবলিত মানুষরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি, হারিকেন, কেরোসিন, মোমবাতি ও দেশলাই সংগ্রহ করতে শান্তিগঞ্জ বাজারে ভিড় জম্মাচ্ছেন।
সোমবার (২০ জুন) শান্তিগঞ্জ বাজারে মোমবাতি কিনতে আসা এক ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, বন্যায় দোকানপাট বন্ধ থাকায় উঁচু জায়গার কিছু দোকানে মোমবাতির খোঁজ করে অবশেষে এক দোকানে পেলেও ২ টাকা দামের মোমবাতি ৫ টাকায় কিনতে হয়েছে। এভাবে অনেকেকে কেরোসিন ও হারিকেনের সন্ধান করে না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে দেখা গেছে।
তবে বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়ে গেছে। অনেকে দুই থেকে তিন প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে।