মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

আ.লীগের ঘাটি দরগাপাশা ইউনিয়ন, পরিকল্পনামন্ত্রীর ছোয়ায় হচ্ছে ব্যাপক উন্নয়ন 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৩৮ বার

নিজস্ব প্রতিবেদক::

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটিতে পরিনত হয়েছে৷ সময়ের পরিক্রমায় পরিকল্পনামন্ত্রীর হাত ধরে উন্নয়নে বদলে যাচ্ছে পুরো ইউনিয়ন৷ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুতেই উন্নয়নের অগ্রযাত্রা৷ এই ইউনিয়নের যেদিকেই থাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এই ইউনিয়নে আওয়ামীলীগের অবস্থান একচেটিয়া। সাধারণ মানুষের আস্থায় পরিনত হয়েছে আওয়ামীলীগ৷
পরিকল্পনামন্ত্রী সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতিতে শক্ত অবস্থান আওয়ামীলীগের৷ এই সরকারের শাসনামলে যত উন্নয়ন হয়েছে এর আগে এত উন্নয়ন দেখেনি এই ইউনিয়নের মানুষ৷ তবে এই ইউনিয়নে বিএনপি জনআস্থা হারিয়েছে। দুর্যোগ, দুর্বিপাকে মানুষের পাশে না থাকায় বিএনপির প্রতি ক্ষোব্ধ জনগণ। অপরদিকে যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকায় মানুষের ভরসায় পরিণত হয়েছে আওয়ামীলীগ৷
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিন বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর হাত ধরে উন্নয়নের আলোয় আলোকিত পুরো দরগাপাশা ইউনিয়ন৷ ইতিমধ্যেই আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটিতে পরিনত হয়েছে৷ মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় আমি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি৷ যেখানে যা প্রয়োজন সব দিয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়। উনার একান্ত প্রচেষ্টায় দরগাপাশা ইউনিয়ন ভবন, অনেক কালভার্ট, ব্রীজের কাজ হয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য মন্ত্রী মহোদয়ের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন ভাই ও উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ভাইয়ের আন্তরিকতায় কাজ করেছি৷ আমার ইউনিয়নে যত উন্নয়ন হয়েছে সব বর্তমান সরকারের অবদান৷ দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের ঘাটি ছিল, আছে থাকবে। এখানে কেউ দুঃসাহস দেখাতে এলে উচিত জবাব দেয়া হবে। আমাদের হাওর রত্ন যতদিন আছেন আমাদের কোন চিন্তা নেই। আমরা সবসময়ই মন্ত্রী মহোদয়ের নির্দেশে কাজ করব।
মনির উদ্দিন আক্ষেপ প্রকাশ করে বলেন, এখন বিএনপির চেয়ারম্যান থাকায় এডিপির কাজ থেকে বঞ্চিত হচ্ছে দরগাপাশা ইউনিয়ন। তিনি তার পছন্দের ব্যক্তিদের কাজ দিচ্ছেন৷ ইনশাআল্লাহ আগামীতে এই বৈষম্যের জবাব দেয়া হবে৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ