মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮২ বার

 

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার(২১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী।

এসময় ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বন্যা পরিস্থিতি এই দুঃসময়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পানি পান করার আহবান জানান। তিনি বলেন, যদিও বন্যায় মানুষ পানিবন্দী আছেন তবুও কোন ধরনের বাসি খাবার খাওয়া যাবে না৷ একটু কষ্ট হলেও শুকনো খাবার খেতে হবে। যেহেতু চারিদিকে পানি তাই সাপের উপদ্রব বাড়তে পারে এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষেথেকে ইতিমধ্যে আমরা বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করছি। পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ