মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্যা : ত্রাণ প্রতিমন্ত্রীকে পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৫৩ বার

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান। এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দুর্ভোগে নাকাল সুনামগঞ্জের মানুষ। নতুন করে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে চরম বেকায়দায় আছেন বানভাসীরা৷ ত্রাণের জন্য হাকাকার করছেন অনেকে। এই করুন পরিস্থিতিতে সুনামগঞ্জের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন সহায়তা দিতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বরাবরের ডিও লেটার পাঠিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

গত বৃহস্পতিবার(১৯মে) দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে এ ডিও লেটার পাঠান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীকে ডিও দেয়ার সত্যতা নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন, আমাদের সুনামগঞ্জের উন্নয়নের রুপকার মাননীয় পরিকল্পনামন্ত্রী সবসময়ই সুনামগঞ্জের মানুষের খোঁজখবর রাখেন। যেকোন দুর্যোগে তিনি সুনামগঞ্জবাসীর পাশে আছেন সবসময়। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিতে ত্রাণ মন্ত্রণালয়ে ডিও দিয়েছেন মন্ত্রী মহোদয়। আমরা আশাকরি অতিদ্রুত সুনামগঞ্জের মানুষরা ত্রাণ পাবেন। আমরা এমন জনদরদী নেতা পেয়ে গর্বিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ