রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

আবদুল্লাহ আবু সায়ীদকে মৌসুমীর শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ২৯৮ বার

বিনোদন ডেস্ক::
আগামীকাল ২৫ জুলাই বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ‘আলোকিত মানুষ গড়ার কারিগর’ আবদুল্লাহ আবু সায়ীদের ৮০তম জন্মদিন। এই দিনে দেশের বরেণ্য এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে চ্যানেল আই তাঁর গল্প থেকে তৈরি একটি টেলিছবি প্রচার করবে। আবদুল্লাহ আবু সায়ীদের গল্পের নায়িকা হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ‘রুবিরন’ নামের গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পের সঙ্গে মিল রেখে টেলিছবির নামও রাখা হয়েছে ‘রুবিরন’। আগামীকাল বুধবার বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিছবিটি।

‘রুবিরন’ টেলিছবির গল্প প্রসঙ্গে পরিচালক মাহফুজুল হক বলেন, ‘এক লাইনে যদি বলতে হয়, তাহলে বলব, গৃহকর্ত্রীর সামান্য ভুলে একজন গৃহকর্মীর পতিতায় রূপান্তরিত হওয়ার গল্প এই টেলিছবিতে দেখানো হয়েছে।’ আর প্রথম আলোকে মৌসুমী বলেন, ‘প্রায় সময়ই নাটক ও টেলিছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হলে মাঝেমধ্যে অনুরোধে সেসব কাজ করতে হয়। চলচ্চিত্রের পাশাপাশি তেমনি কয়েকটি নাটক আর টেলিছবিতে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। সায়ীদ স্যারের গল্পে এবারই প্রথম কাজ করেছি। অসাধারণ একটি গল্প। দেশের তরুণদের বই পড়ার ব্যাপারে আগ্রহ তৈরির পেছনে তাঁর বিশাল অবদান রয়েছে। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। বরেণ্য এই শিক্ষাবিদের জন্মদিনে আমি তাঁকে শুভেচ্ছা জানাই।’

‘রুবিরন’ টেলিছবিতে মৌসুমী ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ