মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

জেলা পরিষদে’র সাবেক প্যানেল চেয়ারম্যান রুবা’র উদ্যোগে গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২১৪ বার

 

স্টাফ রিপোর্টার::

সিলেট জেলা পরিষদে’র সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা’র উদ্যোগে সদর উপজেলায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (২০ এপ্রিল) বেলা ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ২০২০—২০২১ অর্থ বছরের বাজেট’র বরাদ্ধ থেকে গরীব ও দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে আর্থিক ভাবে সাবলম্বি করতে চান। আর সে লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে এগিয়ে নিতে জোর দিচ্ছেন।

তিনি বলেন, রুবা সদ্য সাবেক একজন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হয়ে যেভাবে কাজ করছিলেন আওয়ামী লীগ ও সমাজের জন্য নিঃসন্দেহ প্রশংসার দাবীদার।

তারা বাবা মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন সিলেটের আলোকিত মানুষ,আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ তিনি জীবদ্দশায় গরীব দু:খী মেহনতি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। অনুরূপভাবে রুবা’ই তার বাবার মতো দেশ জাতি ও সমাজের জন্য কাজ করছেন একনিষ্টভাবে। দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাঁটলিপিকার এ. কে. এম কামারুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ও মোহাম্মদ শাহানুর। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ, মাধুরী গুন, নাসরিন আক্তার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমির উদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ