মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

কৃষকদের আপ্রাণ চেষ্টায় রক্ষা হলো বাঁচাঢুবি বাঁধ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২২৬ বার

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জে পাহাড়ি ঢলে উজানের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এখনো ফসল হানির শঙ্কায় আছেন কৃষকরা। বিভিন্ন ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় রাতের আধারেও প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করছেন কৃষকরা৷

বুধবার(৬ এপ্রিল) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বাঁচাঢুবি বাঁধ ধসে সুরঙ্গ দিয়ে হাওরে পানি ঢুকছে এমন খবর শুনে দ্রুত বাঁধে যান উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। তারা সেখানে গিয়ে ঝুকিপূর্ণ এই বাঁধটি দ্রুত রক্ষার জন্য মসজিদের মাইকে মাইকে আহবান জানালে রাতের আধারে দ্রুত ছুটে আসে স্থানীয়রা। উড়া, কুদাল, যার যা কিছু আছে তা নিয়ে বাঁধ রক্ষায় নামেন শতাধিক মানুষ । সকলের আপ্রাণ চেষ্টায় দুই ঘন্টা কাজ করার পর বন্ধ হয় সুরঙ্গ দিয়ে পানি যাওয়া। রক্ষা হয় বাঁধটি।

এদিকে পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের ফসল নিয়ে কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে। দুশ্চিন্তায় বাঁধেই রাত জাগছেন কৃষকরা। বাঁধ রক্ষায় সেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয়রা। এখন একটাই চিন্তা কখন জানি ফসল তলিয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রশাসনের তদারকি। সব ধরনের সাপোর্ট দিচ্ছেন তারা।

ইউপি সদস্য হিমেল খান রুকন বলেন, বাঁধটি আজ হঠাৎ করেই ধেবে যায়, তারপর প্রশাসনকে খবর দিলে তারা এসে স্থানীয়দের নিয়ে বাঁধটি মেরামত করে গেছেন। বাঁধটি রক্ষায় এলাকার মানুষ দলে দলে ছুটে এসেছেন।

এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, যেখানেই খবর পাচ্ছি ছুটে যাচ্ছি আমরা। যেখানে যা প্রয়োজন সব করা হচ্ছে। বাঁচাঢুবি বাঁধটি ঝুকিপূর্ণ শুনে আমরা দ্রুত এখানে এসে স্থানীয়দের নিয়ে বাঁধ রক্ষা করেছি।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, আমরা এখনো বাঁধে আছি। যেখানে সমস্যা হচ্ছে সেখানেই দ্রুত প্রদক্ষেপ নেয়া হচ্ছে। এই করুন পরিস্থিতি সবার উচিত বাঁধ রক্ষায় কাজ করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ