মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৮৩ বার

ডেস্ক রিপোর্ট::

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে বাড়ির রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার দুপুরে পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমজদ আলীর গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ।

জানা যায়, কিছুদিন ধরে গ্রামের মিজানুর রহমান ওরফে নিজাম উদ্দিন ও আমজদ আলীর গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। সকাল ১১ টায় শালিসের উপস্থিতিতে বাড়ির রাস্তা নির্ধারণের সময় দুই পক্ষের লোকেরা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নিজাম উদ্দিনের লোকেরা প্রতিপক্ষ আমজদ আলীর বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

দুই ঘন্টার অধিক সময় দফায় দফায় দেশী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন আমজদ আলীর পক্ষে ইকুল (৫৫) আবেদ (২৫) আমজদ আলী (৫০), শাহরিয়ান (৩৫), শামীম আহমদ(৩২) নিজাম উদ্দিন(৪৪)। এবং নিজাম উদ্দিন গ্রুপের শামছুন নূর(৫৫) আকবর (৪০), (নুরুল আমীন (৩৫), তাজনুর (৪০) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও শালিসের পক্ষে আব্দুল মুতালিব নামের এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ