মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২০১ বার

স্টাফ রিপোর্টার::

“মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে নোয়াখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পিআইও অফিসের হরিপদ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ জিসান আহমেদ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, নজিবুর রহমান, কালীপদ দাস, পরিমল তালুকদার ও ইউসুফ আহমেদ প্রমুখ।

আলোচনা সভার পর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরোধক বিভিন্ন মহড়া দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ