মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

হাজার হাজার’ রুশ সেনার মৃতদেহ সরিয়ে নেওয়ার আহ্বান ইউক্রেনের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৮ বার

অনলাইন ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে অভিযানের ঘোষণা দেওয়ার পর এ পর্যন্ত সংঘাতে ‘হাজার হাজার’ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন জানায়, আন্তর্জাতিক রেড ক্রসের উচিত নিহত ‘হাজার হাজার’ রুশ সেনার লাশ সরিয়ে নিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংএ এ কথা বলেন বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে, চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ