সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় জগন্নাথপুরে নলজুর নদীতে হচ্ছে দৃষ্টিনন্দন সেতু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৭২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ জগন্নাথপুর উপজেলা সদরে খাদ্য গুদামের সামনে নলজুর নদীর উপর এবার রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ ব্যয়ের প্রাক্কলন অনুমোদন করেন। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুরে এমন দৃষ্টি নন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায় মন্ত্রী এম এ মান্নানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। জগন্নাথপুরের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে এ সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নাগরিকরা আশা প্রকাশ করছেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরু সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। এখন সেতু নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা রইল না।তিনি আরও জানান,৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে। জগন্নাথপুর পৌর সভার মেয়র আক্তার হোসেন বলেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বাড়াবে। গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি জগন্নাথপুর পৌরবাসী খুশি। তবে প্রাক্কলন অনুযায়ী সেতুর গুনগত মান বজায় রেখে কাজ যেন টেকসই হয় এটাই এলাকার মানুষের দাবী। দৃষ্টি নন্দন সেতু নির্মাণ প্রকল্পটি আগেই একনেকে অনুমোদন লাভ করে।
জানা গেছে, আগামী একমাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে সেতুটির কাজ শুরু করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ