স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই চূড়ান্ত ছিল না। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকতা নিয়ে কোনো কথা বলা হয়নি এখন পর্যন্ত। তবে আজ বুধবার নিশ্চিত হয়েছে বেশ কিছু বিষয়।
যেখানে আছে ভেন্যু ইস্যুও। শেষ দিকে শঙ্কা ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাদ যাচ্ছে ভেন্যু তালিকা থেকে। তবে শেষ পর্যন্ত ভেন্যু তালিকায় থেকে যাচ্ছে সিলেট। গণমাধ্যমে বিপিএল গর্ভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে বিষয়টি। সব মিলিয়ে তিন ভেন্যুতেই হতে যাচ্ছে এবারের বিপিএল।
ঢাকার মিরপুরের শের-ই বাংলার হোম অব ক্রিকেট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের বিপিএল। দেশের সবচেয়ে নয়নাভিরাম স্টেডিয়াম সিলেটে বিপিএল আয়োজন করা নিয়ে ছিল শঙ্কা। নিউজিল্যান্ড সফরত বাংলাদেশ দলের ক্রিকেটার ঝক্কি-ঝামেলা কমাতে, ভেন্যু কমানোর কথা চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেটি শুনে সিলেট এবং দেশের ক্রীড়াপ্রেমী দর্শকরা বেশ ক্ষুব্ধ ছিল। সামাজিক যোগা্যোগ মাধ্যমে এই নিয়ে সমালোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত ভেন্যু কমানোর সেই চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। সিলেটে রাখা হচ্ছে খেলা। এবারের বিপিএল সিলেটে আয়োজন নিয়ে থাকলো আর কোনো ধরনের শঙ্কাই।
গণমাধ্যমের সাথে আলাপকালে এই প্রসঙ্গে বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ও প্রভাবশালী বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবারের বিপিএল তিনটি ভেন্যুতেই হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে।’ ইসমাইল হায়দার মল্লিকের এই কথার পরই নিশ্চিত হওয়া যায় বিপিএলের এবারের আসর সিলেটে আয়োজন নেই আর কোনো ধরনের বাঁধা।